News71.com
 Bangladesh
 31 Jul 17, 09:33 AM
 1246           
 0
 31 Jul 17, 09:33 AM

চট্টগ্রামে ৩ কোটি টাকা মুল্যের ১০০ মে.টন তেল জব্দ করলো কোস্টগার্ড।।  

চট্টগ্রামে ৩ কোটি টাকা মুল্যের ১০০ মে.টন তেল জব্দ করলো কোস্টগার্ড।।   

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের তিন কোটি টাকার ১০০ মে. টন অপরিশোধিত তেলসহ ওটি ফেলকন'নামে তেলবাহী জাহাজ আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোনের সদস্যরা। অপর একটি অভিযানে নগরীর ফৌজদারহাট বাইপাস সংলগ্ন সমুদ্র তীর হতে আনুমনিক ৫০০ সিএফটি সেগুন কাঠ জব্দ করা হয়েছে। আজ সোমবার কোস্টগার্ড পূর্ব জোনের গণসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার বিএন শেখ ফখরউদ্দিন স্বাক্ষরিত দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এর আগে গত রবিবার রাতে কর্ণফূলী নদীর মুখ হতে পৃথক অভিযানে এসব জব্দ করা হয়েছে। বিজ্ঞপ্তি বলা হয়,জব্দকৃত কাঠগুলো চোরাচালান করার উদ্দেশ্যে সমুদ্র তীরে জমা করা হয়েছিল এবং জব্দকৃত তেলসহ তেলবাহী জাহাজের আনুমনিক মূল্য ৩ কোটি টাকা। কাঠের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। জব্দকৃত তেলবাহী জাহাজ চট্টগ্রাম কাস্টমস এবং কাঠসমূহ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন