News71.com
 Bangladesh
 01 Aug 17, 09:41 AM
 1278           
 0
 01 Aug 17, 09:41 AM

বান্দরবানে পাহাড়ধসের ৯ দিন পর মিলল নিঁখোজ পোস্ট মাস্টারের লাশ।।  

বান্দরবানে পাহাড়ধসের ৯ দিন পর মিলল নিঁখোজ পোস্ট মাস্টারের লাশ।।   

নিউজ ডেস্কঃ বান্দরবান-রুমা সড়কের ২২ কিলোমিটার পয়েন্টে পাহাড়ধসের ঘটনার ৯ দিন পর গতকাল সোমবার আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পোস্ট মাস্টার জবিউল হোসেনের পুত্র শামীম রেজা বাবার লাশ শনাক্ত করার পর গতকাল সোমবার গভীর রাতে স্বজনদের কাছে তা হস্তান্তর করা হয়। রোয়াংছড়ি থানার এসআই মুনর হোসেন জানান,গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাস্থলের অদূরে রোয়াংছড়ি উপজেলাধীন একটি পাহাড়ি ঝিরিতে এলাকাবাসী একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে তা শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

গত ২৩ জুলাই সকাল সাড়ে ১০টায় বাস থেকে নেমে রাস্তার ভাঙা অংশ পায়ে হেঁটে পার হওয়ার সময় পাহাড়ধসের ওই ঘটনায় তিন নারীসহ আটজন মাটি চাপা পড়ে। ঘটনার পরপরই তিনজনকে জীবিত এবং একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ২৫ জুলাই চট্টগ্রামের বাঁশখালিতে স্বাস্থ্য সহকারী মুন্নী বড়ুয়া এবং ২৭ জুলাই রোয়াংছড়ি উপজেলার বেতছড়ায় কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দীর লাশ পাওয়া যায়। তবে কিশোরী চিং মে মারমার সন্ধান এখনও মেলেনি। তার খোঁজ পেতে ঘটনাস্থলে মাটি সরিয়ে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তার খোঁজ পেতে ঘটনাস্থলে মাটি সরিয়ে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক আজ মঙ্গলবার সাংবাদিকদের জানান,ওই ঘটনায় নিহত প্রত্যেককে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা এবং আহতদের সাত হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন