News71.com
 Bangladesh
 03 Aug 17, 01:25 AM
 1302           
 0
 03 Aug 17, 01:25 AM

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় গৃতকর্তা নিহত।।  

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় গৃতকর্তা নিহত।।   

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতের হামলায় আবু হান্নান চৌধুরী (৬৮) নামের এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় হান্নানের স্ত্রী ধনা বেগমও আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার শাহ্জাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। স্থানীয় সূত্র জানায়,গতকাল বুধবার রাতে নিজেদের ঘরে ঘুমিয়েছিলেন বৃদ্ধ হান্নান ও তার স্ত্রী ধনা বেগম। মধ্যরাতে একদল ডাকাত তাদের ঘরে ঢুকে মালামাল লুট করতে থাকে। এতে হান্নান বাধা দেওয়ায় ডাকাতদল তাদের মারধর করলে ঘটনাস্থলেই মারা যান হান্নান।

পরে ধনা বেগমের হাত-পা বেঁধে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতদল। এরপর সকালে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির অন্য লোকজন হান্নানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় হান্নানের স্ত্রী ধনা বেগমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ আজ বৃহস্পতিবার সকাল হান্নানের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সরাইল থানার ওসি রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত গৃহকত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন