News71.com
 Bangladesh
 03 Aug 17, 07:40 AM
 1298           
 0
 03 Aug 17, 07:40 AM

কুমিল্লায় এ বছর ৯ লাখ ৩৭ হাজার ৯৩৯ জন শিশুকে ভিটামিন ‘এ’প্লাস খাওয়ানো হবে।।

কুমিল্লায় এ বছর ৯ লাখ ৩৭ হাজার ৯৩৯ জন শিশুকে ভিটামিন ‘এ’প্লাস খাওয়ানো হবে।।

নিউজ ডেস্কঃ কুমিল্লায় এ বছর ৯ লাখ ৩৭ হাজার ৯৩৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সিটি কর্পোরেশনসহ জেলার ১৬টি উপজেলার বিভিন্ন এলাকায় ৪ হাজার ৯৫৩টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন আহমেদ,স্বাস্থ্য কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ ও পুষ্টি কর্মকর্তা রাইসা বিনতে রকিব প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন