News71.com
 Bangladesh
 03 Aug 17, 08:33 AM
 1308           
 0
 03 Aug 17, 08:33 AM

দুই সিএনএফ নেতার লাইসেন্স পূনর্বহালের দাবীতে চট্টগ্রাম কাস্টমসে তিন ঘণ্টা কর্মবিরতি পালন।।

দুই সিএনএফ নেতার লাইসেন্স পূনর্বহালের দাবীতে চট্টগ্রাম কাস্টমসে তিন ঘণ্টা কর্মবিরতি পালন।।

নিউজ ডেস্কঃ সিএন্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের দুই নেতার লাইসেন্স স্থগিত রাখার প্রতিবাদ এবং ফিরিয়ে দেওয়ার দাবীতে চট্টগ্রাম কাস্টমসে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছে সংগঠনের সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কাজ বন্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন করে তারা। এ সময় চট্টগ্রাম কাস্টমসে আমদানি-রফতানির কোন কাজ হয়নি।

সিএন্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন,দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া ও লাইসেন্স স্থগিত রাখার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ি তিন ঘণ্টা কাজ বন্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন করেছে সংগঠনের সদস্যরা। কর্মসূচি থেকে আমাদের দাবিগুলো কাস্টমস কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী রবিবারের মধ্যে দাবি আদায় না হলে সোমবার থেকে পুরোপুরি কর্মবিরতি পালন করা হবে।

জানা যায়,সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক মো. মনজুরুল আলম ভূঁইয়ার লাইসেন্স স্থগিত এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনকে কারণ দর্শাও নোটিশ দেয় কাস্টমস কর্তৃপক্ষ। এর প্রতিবাদে গত ৫ এপ্রিল দুইঘণ্টা ও ৩১ জুলাই আড়াই ঘণ্টা কাজ বন্ধ রাখে ইউনিয়নের সদস্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন