News71.com
 Bangladesh
 06 Aug 17, 08:24 AM
 1290           
 0
 06 Aug 17, 08:24 AM

বন্দরনগরীর বাকলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি রাইস মিলসহ কয়েকটি দোকান পুড়ে ছাই।।

বন্দরনগরীর বাকলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি রাইস মিলসহ কয়েকটি দোকান পুড়ে ছাই।।

নিউজ ডেস্কঃ বন্দরনগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি রাইস মিল,বেশ কয়েকটি মুদি দোকান ও নয়টি চালের দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার রাতের এই আগুনে নগদ টাকা ও চাল পুড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। রাত তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আজ রবিবার সকাল প্রায় ১০টা পর্যন্ত টানা সাত ঘণ্টা এ আগুন জ্বলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়।

ঘটনাস্থলে দ্রুত আসলেও প্রায় একঘণ্টা পরেও পাম্প মেশিন চালু করতে পারেননি ফায়ার সার্ভিস। ততক্ষণে আগুনে ব্যবসায়ীদের বিপুল ক্ষতি হয়ে গেছে। এলাকার সাবেক কাউন্সিলর জামাল হোসেন ও চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজমসহ অনেকেই অভিযোগ তুলেছেন চাক্তাই ফায়ার স্টেশনের অবহেলার। তাদের মতে,ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিলে বিপুল ক্ষতির হাত থেকে রক্ষা পেতেন ব্যবসায়ীরা। রাইস মিল,ময়দার মিল ও চালের দোকান পুড়ে ব্যবসায়ীদের বিশাল ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় কয়েকজন আহতও হয়েছেন। ব্যবসায়ীরা জানান,তিনটি রাইস মিল ও ৯টি চালের দোকানের নগদ টাকা ও বিপুল পরিমাণ চাল পুড়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন