News71.com
 Bangladesh
 07 Aug 17, 11:19 AM
 1210           
 0
 07 Aug 17, 11:19 AM

কুমিল্লায় এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ৪০ লাখ টাকা ছিনতাই।।  

কুমিল্লায় এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ৪০ লাখ টাকা ছিনতাই।।   

নিউজ ডেস্কঃ কুমিল্লা নগরীতে রেলওয়ের ঠিকাদারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ৪০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেলে নগরীর সালাউদ্দিন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ম্যাক্সের সেফটি ম্যনেজার আবু হানিফ জানান,কুমিল্লা এলাকায় কর্মরত আড়াই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর জুলাই মাসের বেতনের জন্য শাহজালাল ইসলামী ব্যাংক কুমিল্লা শাখা থেকে ৪০ লাখ ৮হাজার ৬শ'৪০ টাকা উত্তোলন করে হিসাব রক্ষক মাইনুদ্দিন।

ওই টাকা নিয়ে নগরীর দক্ষিণ চর্থা এলাকায় অবস্থিত অফিসে যাবার পথে মনোহরপুর কবরস্থানের নিকট তাকে বহনকারী মাইক্রোবাসকে গতিরোধ করে হেলমেট পরা তিন মোটরসাইকেল আরোহী। এসময় ওই কর্মকর্তা বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। আহত মাইনুদ্দিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ম্যাক্সের সিকিউরিটি বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ আতিকুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন