News71.com
 Bangladesh
 08 Aug 17, 11:21 AM
 1171           
 0
 08 Aug 17, 11:21 AM

মালয়েশিয়ান ১০ শিক্ষার্থীকে ইন্টার্ন সনদ দিল চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়।।  

মালয়েশিয়ান ১০ শিক্ষার্থীকে ইন্টার্ন সনদ দিল চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়।।   

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার সরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানো (ইউএমটি)’ এর ১০ শিক্ষার্থীকে ইন্টার্ন সনদপত্র দিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী ইন্টার্নশিপ শেষে তাদের হাতে এ সনদ তুলে দেওয়া হয়। আজ মঙ্গলবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ফিশারিজ অনুষদ আয়োজিত এক ফিডব্যাক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. এম. নুরুল আবছার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান,পেডরোলা বাংলাদেশ লিমিটেড ও হালদা ফিশারিজের চেয়ারম্যান নাদের খান,বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালক প্রফেসর ড. একেএম. সাইফুদ্দীন, ড. শেখ আহমাদ আল নাহিদ।

প্রসঙ্গত,২০১৬ সালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মালয়েশিয়ার ‘ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানো (ইউএমটি)’ এর মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। চুক্তি মতে,ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ১ম ব্যাচের ৩৫ শিক্ষার্থী ইন্টার্নশিপ করতে মালয়েশিয়া সফর করেন। পক্ষান্তরে গত ১০ জুলাই ইউএমটি’র ১০ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক ইন্টার্নশিপ সম্পন্ন করার জন্য বাংলাদেশে আসেন। তাছাড়া আগামী ১২ সেপ্টেম্বর এ বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ২য় ব্যাচের সকল শিক্ষার্থী ইন্টার্নশিপ করতে মালয়েশিয়া গমন করবেন। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার বলেন,বাংলাদেশে মৎস্য খাতের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি ও আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণা কর্ম মৎস্য খাতকে গুণগত পরিবর্তনে সহায়তা করবে। মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যকার শিক্ষা এবং শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন