News71.com
 Bangladesh
 10 Aug 17, 10:46 AM
 1159           
 0
 10 Aug 17, 10:46 AM

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত।।    

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত।।      

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে মামুন মিয়া (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৩টার দিকে উপজেলার শাহ্জাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান। নিহত মামুনের বিরুদ্ধে সরাইল থানায় দু’টি ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। তিনি উপজেলার কুট্টাপাড়ার মৃত শফিউদ্দিনের ছেলে।

মো. কামরুজ্জামান জানান,গতকাল বুধবার বিকেলে জেলার নবীনগর উপজেলা থেকে মামুনকে গ্রেফতার করে সরাইল থানায় আনা হয়। পরে তার দেয়া তথ্য মতে রাতে তাকে নিয়ে দেওড়া গ্রামে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় সেখানে থাকা মামুনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ বন্দুকযুদ্ধের পর মামুনের সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মামুনের মৃত্যু হয়। তিনি আরো জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পাইপগান,দুই রাউন্ড গুলি,আট রাউন্ড গুলির খোসা, রামদা এবং বল্লম উদ্ধার করা হয়েছে। ২ আগস্ট রাতে দেওড়া গ্রামের কাজীবাড়ির বাসিন্দা আবু হান্নান খুনের সঙ্গ মামুনজড়িত ছিলেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন