News71.com
 Bangladesh
 10 Aug 17, 06:51 AM
 1190           
 0
 10 Aug 17, 06:51 AM

চট্টগ্রামে এক শিবির কর্মীকে ধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করল ছাত্রলীগ।।    

চট্টগ্রামে এক শিবির কর্মীকে ধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করল ছাত্রলীগ।।      

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গিয়াস উদ্দিন (২৩) নামের এক শিবিরকর্মীকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। আজ বৃস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম কলেজের ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম। তিনি বলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে শিবির উৎখাতের কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরকর্মী গিয়াস উদ্দিনকে কলেজের হোস্টেল গেইটের সামনে থেকে ধরে নিয়ে আসে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকার কথা শিকার করার পর ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। চট্টগ্রাম কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কামাল বলেন,কলেজের এক শিবিরকর্মীকে মারধর করার খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। তাকে উদ্ধার করে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন