নিউজ ডেস্কঃ ফেনী শহরের বিভিন্ন সড়কে ৩/৪টি পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫০ জন পথচারী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের বিভিন্ন স্থানে,স্টেশন সড়ক ও হাজারী সড়কে এই ঘটনা ঘটে। আহতদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসিম কুমার সাহা জানান পাগলা কুকুরের কামড়ে আহত প্রায় ৫০জনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি জানান,পাগলা কুকুরের ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।