নিউজ ডেস্ক : পাহড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৫টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। আজ শনিবার সকালে মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে এসব গ্রাম প্লাবিত হয়। এদিকে, সড়কে পানি জয়ে যাওয়ায় দিঘীনালা উপজেলার সাথে লংগদু উপজেলা ও মেরুং এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
মেরুং বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবুল স্ওদাগর জানান, বন্যার পনিতে বাজারের শতাধিক দোকান এখন পানির নিচে। বন্যাকবলিতরা স্থানীয় স্কুল ও মাদ্রাসায় আশ্রয় নিয়েছে। ডুবে যাওয়া গ্রামগুলোর মধ্যে রয়েছে হাজাছড়া, মেরুং, বেতছড়ি, ছোট মেরুং ও সোবানপুর। এসব গ্রামের প্রায় ৬ শতাধিক পরিবারের বাড়ি-ঘর এখন পারি নিচে।