নিউজ ডেস্কঃ চট্টগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে একদল উশৃঙ্খল । গতকাল মঙ্গলবার রাতে কোন এক সময় নগরীর পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননার ঘটনায় ক্ষোভে ফেটে ওঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতার কর্মীরা। ঘটনার প্রতিবাদে আয়োজন করে প্রতিবাদ সমাবেশের। পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন,গতকাল মঙ্গলবার রাতে কোন এক সময় জঘন্য এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কারা জড়িত তা খুঁজে বের করতে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ। আইটির সহায়তা নিয়ে অপরাধীদের ধরার প্রচেষ্টা চলছে।
চকবাজার এলাকার যুবলীগ নেতা নুর মোস্তাফা টিনু বলেন,কাপাসগোলা মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় শোক দিবসে পুষ্পস্তবক সবার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আজ বুধবার সকালে ওই দেখি ওই প্রতিকৃতিতে পেট্রোল ঢেলে দুবৃর্ত্তরা আগুন দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার বিকেলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীরা। সমাবেশে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।