News71.com
 Bangladesh
 21 Aug 17, 12:48 PM
 1101           
 0
 21 Aug 17, 12:48 PM

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা থেকে ৫৪টি বৌদ্ধমূর্তি উদ্ধার করল বিজিবি।।

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা থেকে ৫৪টি বৌদ্ধমূর্তি উদ্ধার করল বিজিবি।।


নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়ন থেকে ৫৪টি বৌদ্ধমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গত শনিবার গভীর রাতে সীমান্তের পালংখালী ইউনিয়নের রহমতের বিল নামক স্থান থেকে উদ্ধার করা হয় এসব বৌদ্ধমূর্তিগুলো।বিজিবি-৩৪ ব্যাটালিয়ানের বালুখালী এলাকার বিওপি সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় এসব মূর্তি উদ্ধার করে। উদ্ধার করা ৫৪টি পিতলের (মিয়ানমার) বার্মিজ মূর্তির আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে। সেই সাথে বিজিবি ২৯টি বার্মিজ ধর্মীয় বই এবং বার্মিজ বিভিন্ন প্রকার মালামালও উদ্ধার করে। বিজিবি'র ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান,মূর্তিসহ জব্দকৃত মালামাল গুলো বালুখালী শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন