নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরের একটি তালাবদ্ধ বাসা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় জরিনা বেগম (৩৫) নামের এক পোশাক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার দুপুরে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ মাঠের পূর্বপাশে মান্নান ভিলার নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার স্বামী সাইফুল শেখ তাকে গলায় গামছা পেঁচিয়ে খুন করে বাসায় তালা দিয়ে পালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।জরিনা বেগমের বাড়ি ভোলা জেলার লালমোহনে। তিনি বায়েজিদ বোস্তামী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্বামী সাইফুলও একই এলাকায় আরেকটি পোশাক কারখানায় কাজ করেন। তার বাড়ি গোপালগঞ্জে।
জরিনার সহকর্মী ও প্রতিবেশীরা জানায়, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রাতে বাসা থেকে বেরিয়ে যান সাইফুল। সকালে বাসায় ফিরে তালা দিয়ে আবারও বেরিয়ে যান তিনি। কাজে না যাওয়ায় দুপুরে জরিনার সহকর্মীরা বাসায় খোঁজ নিতে আসে। তখন জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, বিছানায় জরিনার লাশ পড়ে আছে। পুলিশ গলায় গামছা পেঁচানো অবস্থায় জরিনা বেগমের লাশ উদ্ধার করে। বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মঈন উদ্দীন সাংবাদিকদের জানান সম্প্রতি গোপনে সাইফুল আরেকটি বিয়ে করেছে বলে খবর পায় জরিনা। এ নিয়ে দুজনের মধ্যে একাধিকবার ঝগড়া হয়েছে বলে শুনেছি। সাইফুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।