News71.com
 Bangladesh
 23 Aug 17, 06:19 AM
 1054           
 0
 23 Aug 17, 06:19 AM

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকসহ তিন জনের মৃত্যু।।    

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকসহ তিন জনের মৃত্যু।।      

নিউজ ডেস্কঃ সীতাকুণ্ডে পৃথক স্থানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন নিহত এবং ১ জন আহত হয়েছে। জানা গেছে,আজ বুধবার সকাল ৯টার দিকে কুমিরা ইউনিয়নস্থ ঘাটঘর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিকরা রড উঠানোর কাজ করছিলেন। এ সময় পাশে বিদ্যুতের মেইন লাইনের তারের সাথে রডের সংস্পর্শ লাগলে ঘটনাস্থলে তিনজন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে নোয়াখালী জেলাধীন কোম্পানীগঞ্জ থানার পশুর হাট গ্রামের মৃত দুলালের ছেলে শিমূল (২২) এবং সুনামগঞ্জ জেলার সদর এলাকার মো. শাহিন (২০) মারা যান। অপরজন মো. ফাহিম (১৯) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। আহত ব্যক্তির বাড়ি কুমিল্লা জেলাধীন মোহাম্মদপুর এলাকায়। আহত ও নিহত ব্যক্তিরা বড় কুমিরা নুরুল আলম কেরানির বাড়িতে বাসা ভাড়া করে থাকতেন।

অপরদিকে একইদিন সকাল ১০টায় পৌরসভাস্থ এয়াকুব নগর গ্রামের রাস্তার পাশে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে বগুড়া জেলার কালাইপানা থানাধীন চকশালিকদারী গ্রামের মৃত দিলদার হোসেনের ছেলে মো. দুলু মিয়া (৩৫) ঘটনাস্থলে মারা যান। নিহত দুলু এয়াকুব নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে এস আই মিজান ও এস আই সোহেল বলেন,কেউ যদি মামলা করেন তাহলে মামলা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন