News71.com
 Bangladesh
 25 Aug 17, 10:36 AM
 1125           
 0
 25 Aug 17, 10:36 AM

চট্টগ্রামে আগামী নভেম্বর থেকে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি তথ্য সংগ্রহ অভিযানে নামবে দুদক।।  

চট্টগ্রামে আগামী নভেম্বর থেকে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি তথ্য সংগ্রহ অভিযানে নামবে দুদক।।   

নিউজ ডেস্কঃ আগামী নভেম্বর থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির তথ্য নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ কর্মকর্তাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন,অফিসগুলোতে ঘুরে ঘুরে এই তথ্য সংগ্রহ অভিযান চলবে। দুদক কমিশনার সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন,যেসব অভিযোগ উঠছে তাতে কিছুদিন পর আপনাদের রিয়ালিটি ফেস করতে হবে। তখন হয়তো বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে দুর্নীতি দমন বিষয়ক ‘গণশুনানি বিষয়ক মতবিনিময়সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

দুদক,সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি চট্টগ্রাম মহানগর যৌথভাবে সভার আয়োজন করে। সভায় বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি),পল্লী বিদ্যুত্,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সেবা সংস্থায় নানা অনিয়মের বিষয়ে অভিযোগ করেন সনাক,টিআইবি এবং চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন