নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরে নির্মাণাধীন একটি পেট্রল পাম্পের ছাদ ধসে চারজন নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। হতাহত সবাই নির্মাণ শ্রমিক। নিহতরা হলেন-দুলাল মিয়া,রাজিব,নাজমুল ও জামাই সাঈদ। প্রত্যাক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়,দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আশুগঞ্জ উপজেলার বাহাদুপুরে জেলা সার সমিতির সভাপতি জালাল উদ্দিনের নির্মাণাধীন সায়েরা ফিলিং স্টেশনের ভবন নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ করে ভবনের ছাদের বিভিন্ন অংশ দুমড়ে-মুচড়ে শ্রমিকদের ওপর পড়ে।
পরে এলাকাবাসী ভবনের বিভিন্ন অংশের ভেতর থেকে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের নির্মাণ শ্রমিক শিপন মিয়া (২৮),রিপন মিয়া (৩০),হানিফ মিয়াকে (৩৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ভেতরে আটকা পড়া দুলাল মিয়া,রাজিব,নাজমুল ও জামাই সাঈদকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়ছার ঘটনাস্থল পৌঁছে উদ্ধার কাজ তদারকি করেন। আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির জানান,দুর্ঘটনার পর ধ্বংস স্তুপ থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।