News71.com
 Bangladesh
 28 Aug 17, 10:05 AM
 1075           
 0
 28 Aug 17, 10:05 AM

কুমিল্লার কোম্পানীগঞ্জ বাজারে সিগারেটের আগুনে পুড়ে গেছে ১২টি দোকান।।

কুমিল্লার কোম্পানীগঞ্জ বাজারে সিগারেটের আগুনে পুড়ে গেছে ১২টি দোকান।।

নিউজ ডেস্কঃ কুমিল্লা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে আগুন লেগে একটি ফলের আড়তসহ ১২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। মুরাদনগর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা জানান,আগুনে শাহজান ইব্রাহিমের ফলের আড়ত,আব্দুল হাকিমের ৩টি দোকান,মমতাজ উদ্দিনের ৩টি দোকান,আবুল হাসেমের মদিনা বেকারীর ও বিরানি হাউজ,একটি মোবাইল ফোনের দোকান,হুমায়ুনের ফল দোকান,অবু তাহেরের ফল দোকানসহ মোট ১২টি দোকান পুড়ে যায়। ফলের আড়তে সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের কারণ বলে জানিয়েছেন মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন