News71.com
 Bangladesh
 30 Aug 17, 11:32 AM
 1014           
 0
 30 Aug 17, 11:32 AM

চট্রগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হল ৪ পরিবার।।

চট্রগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হল ৪ পরিবার।।


নিউজ ডেস্কঃ চট্রগ্রামের হাটহাজারী উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ পরিবার নিঃস্ব হয়ে গেছে। এ ঘটনায় আবদুল খালেক (৬২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৫টায় উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুর গ্রামে আবদুল গণি মুন্সীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে,এ অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ প্রাথমিকভাবে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র জানায়,সবজি ব্যবসায়ী আবদুল খালেকের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী সবজি ব্যবসায়ী মামুন,হিরো ও মিজানের বসতঘরে ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে এলাকাবাসী অগ্নিনির্বাপণে এগিয়ে আসে। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নির্বাপণ করে। এদিকে আগুন নিভাতে গিয়ে আবদুল খালেক অগ্নিদগ্ধ হন।

এ অগ্নিকাণ্ডে নগদ টাকা,স্বর্ণালংকারসহ গৃহস্থালির প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। মেখল ইউপি চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন,আমার বাড়ির সামনের দিকে এ আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিদুর্গতরা সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকের হোসেন বলেন,অগ্নিদুর্গতরা নগদ টাকাসহ ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করছি। উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী বলেন, অগ্নিদুর্গত পরিবারগুলোকে নিয়ম অনুযায়ী সরকারিভাবে সহযোগিতা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন