নিউজ ডেস্কঃ টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝের পাড়া সংলগ্ন নাফ নদী চ্যানেলে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কম্পক্ষে ২০ জন। গতকাল বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি মাইনুল উদ্দিন জানান,ডুবে যাওয়া এ নৌকায় আরও ২০ জনের মতো নিখোঁজ থাকার সম্ভাবনা রয়েছে। এরা সবাই রোহিঙ্গা হওয়ায় কারো নাম পরিচয় জানা সম্ভব হচ্ছে না।