News71.com
 Bangladesh
 31 Aug 17, 12:59 PM
 1061           
 0
 31 Aug 17, 12:59 PM

ছিনতাইকরীর ছুরিকাঘাতে যুবক খুন, আটক ৩।।

ছিনতাইকরীর ছুরিকাঘাতে যুবক খুন, আটক ৩।।


নিউজ ডেস্কঃ ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো.আরিফ (২২) নামে এক যুবক খুন হওয়ার ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। ডবলমুরিং থানার এসআই কায়সার হামিদ জানান,রাতে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত বেলা ১২টায় সংবাদ সম্মেলনে জানানো হবে। গত সোমবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী এলাকায় ছিনতাইকরীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন মো.আরিফ নামে ওই যুবক।

গত মঙ্গলবার রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যান। আরিফ একজন দিনমজুর ছিল। রেললাইনের ওপর তাকে ছুরিকাঘাত করা হয়। তাই এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা দায়ের হয়েছে। রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম বলেন,মাত্র ৬০০ টাকার একটি মোবাইল সেট কেড়ে নিতে গিয়ে প্রথমে ধ্বস্তাধ্বস্তি হয়। তারপর ছুরিকাঘাত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন