News71.com
 Bangladesh
 31 Aug 17, 11:35 AM
 4205           
 0
 31 Aug 17, 11:35 AM

সড়ক দূর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পুলিশ কর্মকর্তা রুমনের মৃত্যু

সড়ক দূর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পুলিশ কর্মকর্তা রুমনের মৃত্যু

 

নিউজ ডেস্ক : চট্টগ্রাম জেলা পুলিশের রাঙ্গুনিয়া থানার এএসআই মশিউর রহমান রোমন আজ বিকালে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরন করেছেন । জানাগেছ্ চট্টগ্রাম হইতে মোটর বাইকে কুমিল্লা আসার পথে ফেনীতে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরন করেন তিনি । মরহুমের নিজ বাডী কুমিল্লা জেলার সদর উপজেলায় । তার বাবার নাম শফিকুর রহমান, মায়ের নাম মিনারা বেগম। গ্রাম- জামবাড়ি, থানা - কোতয়ালী , জেলা- কুমিল্লা। সে তার বাবা মায়ের চার সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান। মৃত্যু কালে সে তার স্ত্রী, একমাত্র পুত্র সন্তান আবির(চার বছর) স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে পরলোক গমন করেছেন। চট্টগ্রাম রেন্জ পুলিশের জিআইজি এস এম মনিরুজ্জামান মোবাইলে নিউজ৭১ কে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মরহুমের আত্মার শান্তি কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন