নিউজ ডেস্কঃ কক্সবাজারের রামু হাসপাতাল সংলগ্ন মহাসড়কে কক্সবাজারমুখী পিকনিকের বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন সাইমুম (১৬), এরশাদ (১৮) ও অপর আরেক জনের নাম জানা যায়নি । আজ সকাল ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ যাত্রী। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাকাজনক বলে জানা গেছে।
রামু হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহেদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও দমকল বাহিনী সূত্র জানায়, আজ সোমবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম হাটহাজারী থেকে কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাওয়ার পথে মহাসড়কের রামু উপজেলা হাসপাতাল সংলগ্ন পুরাতন বাইপাস মোড়ে বাসটি (চট্ট মেট্টো জ ১১-১৬৬৮) উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন । কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মালেক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে নিয়ে গেছে ।