নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে আরও এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে সাবরাং এলাকার নাফ নদে ভেসে আসা মৃতদেহটি উদ্ধার করা হয়। এদিকে গতকাল রবিবার রাতে শাহপরীর দ্বীপ থেকে ২৬৪ রোহিঙ্গাকে আটক করেছে কোস্ট গার্ড । টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, সকালে সাবরাং সংলগ্ন নাফ নদে ভেসে আসা আরও এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় লাশটি দাফন করা হবে। চট্রগ্রাম কোস্ট গার্ড জোনের কর্মকর্তা লে. শেখ ফখর উদ্দিন জানান, গতকাল রবিবার রাতে শাহপরীর দ্বীপ থেকে ২৬৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে ।
তিনি আরও জানান, এর আগে টেকনাফ-সেন্টমার্টিনে অনুপ্রবেশকারী দুই হাজার ১৭৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের মানবিক সহযোগিতা দিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় নিরাপদ স্থানে পৌছে দেওয়া হয়েছে । প্রসঙ্গত, গত বছরের সীমান্ত পোস্টে অজ্ঞাত ব্যক্তিদের হামলায় মিয়ানমারের ৯ জন নিরাপত্তাকর্মী নিহত হওয়ার পর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্বিচার অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এর পর থেকেই সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এর ফলে গত কয়েক দিনে নৌকাডুবি ও গুলিবিদ্ধ হয়ে এখন পর্যন্ত ৫৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। এদের অধিকাংশ নারী ও শিশু ।