নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় ইমরানুল করিম ইমন হত্যার ঘটনায় সন্ত্রাসী অমিত মুহুরী এবং তার বন্ধু ইমাম হোসেন মজুমদার শিশিরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এতে ঘটনার বিষয়ে অমিত ও শিশিরকে মুখোমুখি করতে চায় পুলিশ। ইতিমধ্যে অমিত মুহুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। তাছাড়া শিশিরকেও রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে। তবে আগামীকাল মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হবে বলে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।
আজ বিকালে ইমন খুনের নেপথ্যের ঘটনা এবং অমিতসহ ৩ জনকে আটকের বিষয় জানাতে সংবাদ সম্মেলন করেন বলে জানান উপ-কমিশনার (ডিসি-দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন। তিনি বলেন,অমিত ও শিশির দু'জনই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তবে তাদের বক্তব্যে গরমিল আছে। সেজন্য দু'জনকে মুখোমুখি করে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই। আদালতের আদেশ পেলে আমরা দু'জনকে রিমান্ডে নেব। ইমন খুন এবং লাশ গুমের চেষ্টায় অমিতের আরও ৪-৫ জন সহযোগীর নাম পাওয়া গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। তবে অমিতের স্ত্রীর সঙ্গে খারাপ আচরণের কারণেই খুন হতে পারে বলে জানান তিনি। এ সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (ডিবি-বন্দর) আসিফ মহিউদ্দিন, কোতয়ালী থানার ওসি জসীম উদ্দিনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানা যায়,চট্টগ্রাম নগরীর নন্দনকাননে অমিতের বাসায় তার বন্ধু ইমরানুল করিম ইমনকে (২৫) গত ৯ আগস্ট লৌমহর্ষকভাবে খুন করা হয়। খুনের পর ড্রামের ভেতরে মরদেহ রেখে এসিড ও চুন ঢেলে সেটা গলিয়ে হাড়গোড় নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এরপর বালু ও সিমেন্ট দিয়ে ড্রামের ঢাকনা ঢালাই করে মরদেহ দীঘিতে ফেলে দেওয়া হয়। গত ১৩ আগস্ট নগরীর কোতয়ালী থানার এনায়েতবাজারে রাণীর দিঘী থেকে ড্রামভর্তি একটি প্রায় গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ১৭ দিন অনুসন্ধানের পর মরদেহের পরিচয় এবং লৌমহর্ষক এই হত্যাকাণ্ডের বিবরণ পায় পুলিশ। এরপর ৩০ আগস্ট রাতে গ্রেপ্তার করা হয় অমিতের বন্ধু শিশির (২৭) এবং তার বাসার নিরাপত্তারক্ষী শফিকুর রহমান শফিকে (৪৬)। ১ সেপ্টেম্বর শিশির আদালতে জবানবন্দি দেন। হত্যাকান্ডের পর পালিয়ে যাওয়া অমিত মুহুরীকে (৩০) ২ সেপ্টেম্বর রাতে কুমিল্লা সদর উপজেলায় আদর নামে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। গত ৩ সেপ্টেম্বর অমিতও আদালতে জবানবন্দি দিয়েছেন।