নিউজ ডেস্কঃ রাঙামাটির লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় ২১ বছরেও বিচার হয়নি। ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর তৎকালীন বিচ্ছিন্নতাবাদি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ শান্তিবাহিনীর হাতে খুন হয় রাঙামাটি জেলার লংগদু উপজেলার পাকুয়াখালী এলাকার ৩৫ কাঠুরিয়া। বর্বর এই হত্যাকাণ্ডের স্মরণে এখনো কেঁদে উঠে পার্বত্যাঞ্চলের মানুষ। দীর্ঘ ২১ বছরেও এ হত্যাকান্ডের বিচার না পেয়ে ক্ষুদ্ধ নিহতদের পরিবার। তথ্য সূত্রে জানা গেছে,রাঙামাটি জেলার দুর্গম লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা পাকুয়াখালীতে ৩৫ জন নিরীহ কাঠুরিয়াকে তৎকালীন শান্তিবাহিনী নামে একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আলোচনার নামে জঙ্গলে ডেকে নিয়ে মধ্যযুগীয় বর্বরতায় নৃশংসভাবে হত্যা করে। সে দিন কাঠুরিয়াদের মধ্যে একজন কোন রকমে পালিয়ে এসে এ হত্যাকাণ্ডের খবর সেনাবাহিনীকে দিলে এ ঘটনা প্রকাশ পায়।
সেনা সদস্যরা গভীর জঙ্গলের পাহাড়ি খাদ থেকে ২৮ কাঠুরিয়ার খন্ডলাশ উদ্ধার করতে সক্ষম হয়। তবে বাকি ৭ জনের লাশ পাওয়া যায়নি। এদের মধ্যে ২৮ জনকে লংগদু উপজেলা সদরে গণকবর দেয়া হয়। এ ঘটনার পর পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের একটি সংসদীয় টিম লংগদু সফর করে। সেসময় এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার,ক্ষতিগ্রস্থ পরিবারের পুনর্বাসনের আশ্বাসও প্রদান করে। কিন্তু পরবর্তী সরকারগুলোও একই আশ্বাসের বানী শুনালেও এখনো পর্যন্ত এ হত্যাকাণ্ডের বিচারও হয়নি। এমনকি পুনর্বাসন করা হয়নি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে। পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের নেতা মো. জাহাঙ্গীর কামাল বলেন,পার্বত্যাঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নিহত কোন বাঙালী হত্যার বিচার হয়নি। আদৌ এ হত্যাকাণ্ডের বিচার হবে কি না,তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে সরকার চাইলে এসব খুনীদের বিচার করতে পরে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও পুনর্বাসনের ব্যবস্থা করতে পারে।
পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহাদাৎ ফরাজি সাকিব বলেন,দেশে বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার হলেও দীর্ঘ প্রায় ২১ বছরেও রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালী ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার না হওয়ায় সরকারের উপর আস্থা হারাচ্ছে পাহাড়ে বসবাসরত বাঙালীরা। এদিকে দিবসটি পালন উপলক্ষে আগামীকাল শনিবার পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের উদ্যোগে রাঙামাটি পৌর চত্বর থেকে শোক র্যা লী ও মহা সমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়া স্থানীয়দের উদ্যোগে লংগদু উপজেলায় কাঠুরিয়াদের গণকবর জিয়ারত,স্মরণ সভা,মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।