News71.com
 Bangladesh
 09 Sep 17, 07:47 AM
 1034           
 0
 09 Sep 17, 07:47 AM

চট্টগ্রাম বন্দরে দু'জাহাজের সংঘর্ষে ৪ হাজার টন সার নষ্ট ।।  

চট্টগ্রাম বন্দরে দু'জাহাজের সংঘর্ষে ৪ হাজার টন সার নষ্ট ।।   

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে সার বোঝাই একটি জাহাজের সাথে আরেকটি জাহাজের ধাক্কায় একটি জাহাজের হ্যাজ ফুটো হয়েছে গেছে। এতে একটি জাহাজে পানি প্রবেশ করে নষ্ট হয়ে গেছে ৪ জাহার টন সার। আজ বহির্নোঙ্গর এলাকায় মাল্টার পতাকাবাহী ‘এমভি ওরহান’ নামে একটি জাহাজ ভেলিজের পতাকাবাহী ‘এমভি মাইমেরি’ জাহাজের মধ্যে এ ঘটনাটি ঘটে ।

চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম বলেন, পতেঙ্গার অদূরে দুটি জাহাজের সংঘর্ষ হয়। এতে একটি জাহাজের হ্যাজ ফুটো যায়। সংশ্লিষ্ট শিপিং এজেন্ট এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এমভি মাইমেরির স্থানীয় শিপিং এজেন্ট এইচসি মেরিনের পরিচালক নুরুন্নবী ইমরান জানান, নোঙ্গর করার পর ইউরিয়া সারবাহি ‘ওরহান’ নামে একটি জাহাজ এসে তাদের জাহাজকে ধাক্কা দেয়। এতে জাহাজের ৫ নম্বর হ্যাজ ফুটো হয়ে যায়। নোয়াপাড়া ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের জন্য মাইমেরি জাহাজটি লেবানন থেকে ৩৭ হাজার ৬৬১ মেট্রিকটন টিএসপি সার নিয়ে চট্টগ্রাম আসে। দুর্ঘটনার পর ৪ হাজার টন সার নষ্ট হয়ে গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন