News71.com
 Bangladesh
 09 Sep 17, 09:21 AM
 1023           
 0
 09 Sep 17, 09:21 AM

নোয়াখালীর হাতিয়ায় আটক চেয়ারম্যান ও তার সাগরেদদের ফেলে দেওয়া অস্ত্র উদ্ধার  

নোয়াখালীর হাতিয়ায় আটক চেয়ারম্যান ও তার সাগরেদদের ফেলে দেওয়া অস্ত্র উদ্ধার   

নিউজ ডেস্কঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্টগার্ডের হাতে আটক চর ইশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার চার সহযোগীর দেওয়া তথ্য অনুযায়ী মেঘনা নদীতে ফেলে দেওয়া তিনটি অস্ত্র,১১ রাউন্ড গোলাবারুদ এবং তাদের ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কোস্টগার্ডের ডুবুরিদল ও র্যা বের সহায়তায় মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়। এদিকে,আটক চেয়ারম্যানসহ পাঁচজনকে আজ শনিবার বিকেলে আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন না মন্জুর করে জেল হাজতে পাঠান। হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এম বোরহান উদ্দিন জানান,কোস্টগার্ড বাহিনী দক্ষিণ জোনের অধীনস্থ সিজি স্টেশন হাতিয়ার দুইটি দল গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার মৌলভীর চর ও সাহবাজপুর নদীর বয়ার চর নামক এলাকায় নৌ ডাকাতদের ধরতে অভিযান পরিচালনা করে। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে কোস্টগার্ডের দলটি সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা দেখতে পায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি পালাতে থাকে। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইঞ্চিনচালিত কাঠের নৌকাটি ধরা পড়ে। এ সময় নৌকায় থাকা ডাকাতদল আজাদ বাহিনীর প্রধান ও চর ইশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নওয়াব আলীর ছেলে আব্দুল আলিম আজাদ,তার সহযোগী নুরনবী মাস্টারের ছেলে আশরাফুল হক সোহেল,রেজাউল হকের ছেলে নাসির উদ্দিন চৌধুরী,কান্তিলাল নন্দির ছেলে রূপক নন্দি এবং জসিম উদ্দিনের ছেলে মো. তুষারসহ পাঁচ ডাকাতকে আটক করা হয়।

আটক ডাকাতদের জিজ্ঞাসাবাদে জানা যায়,তাদের বহনকৃত অস্ত্র কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নদীতে ফেলে দেওয়া হয়েছে। পরে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী কোস্টগার্ড ও র্যালব ৮ এর একটি দল যৌথভাবে ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। একপর্যায়ে ডাকাতদের ব্যবহৃত দুইটি একনলা বন্দুক,একটি শুটার গান,১১ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যব্যহৃত ইঞ্জিনচালিত নৌকাও আটক করা হয়। পরে তাদেরকে কোস্টগার্ড ও র্যা।ব জিজ্ঞাসাবাদ শেষে হাতিয়া থানায় সোপর্দ করে। হাতিয়া থানার ওসি আবদুল মজিদ জানান,আটক চেয়ারম্যানসহ তার সঙ্গীদের অস্ত্রসহ আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া সংসদ সদস্য আয়েশা আলীর বাড়িতে গুলি ছোড়ার ঘটনায় চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা ওই মামলার এজাহারভুক্ত আসামি। আজ শনিবার তাদেরকে আদালতে পাঠালে আদালত চেয়ারম্যানসহ পাঁচজনের জামিন নামন্জুর করে জেল হাজতে পাঠান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন