নিউজ ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে গিয়ে ঘটনাস্থলে মহিউদ্দিন রানা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও ১০ জন আহত হয়েছেন। আজ রবিবার ভোর পৌনে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বান্নী বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে । মহিউদ্দিন ঢাকার আদাবর এলাকার আমজাদ হোসেনের পুত্র। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি এবং আহতদের উদ্ধার করে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম ফায়াস সার্ভিসের ইন্সপেক্টর ওমর ফারুক ভুঁইয়া জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মিরশ্বান্নী বাজার এলাকায় ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন রানা নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।