নিউজ ডেস্কঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের বোড়ারচর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-ডাকাতদলের গুলি বিনিময় ঘটনার প্রধান আসামিসহ তিন ডাকত সদস্যকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো,মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের মোসলেম মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২৮), সুবিলারচর গ্রামের করম আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের মনির হোসেনের ছেলে ইকবাল হোসেন (৩৫)। আজ রবিবার বিকেলে চান্দিনা ও ডেমরা থানায় পৃথক অভিযান চালিয়ে ঐ ডাকাত দলের তিন সদস্যকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,উপজেলায় গত ১০ জুন একটি ডাকাতি ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনের (মামলা নং ১৬,১৭ ও ১৮) মামলার প্রধান আসামী জহিরুল ইসলামকে গতকাল শনিবার বিকেলে আটক করে মুরাদনগর থানা পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদ কালে জহির আরো দুই জন ডাকত সদস্যের অবস্থানের কথা বলে। এতে পুলিশ তার তথ্য মতো আজ বিকালে ঢাকা জেলার ডেমরা থানার স্টাফ কোয়াটার এলোকা থেকে মনির হোসেন ও ইকবালকে আটক করে। মুরাদনগর থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন,আটকৃতরা মুরাদনগর থানার সংঘঠিত ডাকাতি ও গুলাগুলির বিষয়ের তিনটি মামলার আসামী।