News71.com
 Bangladesh
 11 Sep 17, 12:52 PM
 1120           
 0
 11 Sep 17, 12:52 PM

ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত।।  

ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত।।   

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় আজ সোমবার ভোর পৌনে ৪টার দিকে তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ব্রাহ্মবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মৌড়াইল রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। বর্তমানে বিকল্প লাইন দিয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল ট্রেন চলাচল করছে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. শোয়েব জানান,চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ভোর পৌনে ৪টার দিকে ছেড়ে যাওয়ার পর মৌড়াইল রেলক্রসিংয়ের সামনে বিকট শব্দে ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে অপর একটি ইঞ্জিন সংযুক্ত করে দুর্ঘটনা কবলিত তিনটি বগি রেখে বাকি বগিগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে তূর্ণা। আখাউড়া লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ইঞ্জিন-বগিগুলো উদ্ধারে কাজ করছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন