নিউজ ডেস্কঃ চট্টগ্রামে অপহৃত নগরের কাজেম আলী হাই স্কুলের শিক্ষক শরীফ চৌধুরীকে ফেনী থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলো জাহাঙ্গীর আলম নওশাদ (৩৯) ও মো. রুবেল (১৫)।
ঘটনার বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ জানান,গত শুক্রবার শরীফ চৌধুরীকে বাকলিয়া থানাধীন রসুলবাগ আবাসিক এলাকা থেকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা ২৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিপণ না দিলে শরীফ চৌধুরীর কিডনি বিক্রি করে দেওয়ার হুমকিও দেয় অপহরণকারীরা।
ডিবি কর্মকর্তা জানান,এ ঘটনা জানতে পেরে ডিবির একটি দল অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে হাটহাজারী এলাকা থেকে অপহরণকারী জাহাঙ্গীর আলম নওশাদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রুবেলকে গ্রেপ্তার করা হয়। শেষে দুজনের তথ্যের ভিত্তিতে ফেনীতে অভিযান চালিয়ে শরীফ চৌধুরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা হয়েছে বলে ডিবি কর্মকর্তা জানান।