News71.com
 Bangladesh
 22 Sep 17, 06:22 AM
 1059           
 0
 22 Sep 17, 06:22 AM

চাঁদপুরে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুরে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিউজ ডেস্কঃ চাঁদপুরের হাজীগঞ্জে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার সকালে উপজেলার ইছাপুরা গ্রামের একটি পুকুর থেকে শাহিদা বেগম মুক্তা (৩৮) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।নিহতের স্বামী হাসান সর্দার ঘটনার পর থেকে পলাতক।পুলিশ ও নিহতের মেয়ে হামিরা আক্তার (১৬) জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে তার বাবা ও মা পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে। সকালে ঘুম ভাঙার পর তাদের কাউকে সে ঘরে দেখতে পায়নি। পরে পাশের পুকুরপাড়ে গিয়ে মায়ের লাশ ভাসছে দেখে সে।


হাজীগঞ্জ থানার ওসি জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শাহিদা বেগম মুক্তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তা চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি আরও বলেন, ঘটনার পর থেকে স্বামী হাসান সর্দার গা ঢাকা দিয়েছে। পুলিশ তাকে আটকের চেষ্টা করছে।এ ঘটনায় নিহত মুক্তার বাবা মুনসুর আহমেদ মজুমদার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।মামলার বাদী জানান, গত ১৮ বছর আগে তার মেয়েকে বিয়ে দেন। এর মধ্যে দীর্ঘ ১০ বছর তাদের সংসার ভালো চললেও গত আট বছর ধরে স্বামী মাদকাসক্ত হয়ে পড়ায় তার মেয়ের সঙ্গে বিরোধ চলছে। নিহত মুক্তা তিন সন্তানের জননী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন