News71.com
 Bangladesh
 20 Oct 17, 11:24 AM
 1205           
 0
 20 Oct 17, 11:24 AM

চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদকসম্রাট ফারুক নিহত।।  

চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদকসম্রাট ফারুক নিহত।।   

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় র্যাুবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ ফারুক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যা ব বলছে,তিনি ‘মাদকসম্রাট’। বাইট্যা ফারুক ওরফে বস ফারুক নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে ১৮টি মামলা থাকার কথা জানিয়েছে র্যাাব। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ফারুকের কাছ থেকে দুই লাখ ইয়াবা,বিপুল ফেনসিডিল,বিদেশি দুটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধারের দাবি করেছে র্যা ব। আজ শুক্রবার সকালে র্যাটব ৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন,মাদকসম্রাট ফারুককে (৪২) ধরতে র্যােব অভিযান চালায়। এ সময় ফারুক র্যানবকে উদ্দেশ করে গুলি ছোড়ে। র্যা বও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে পড়ে ফারুক নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন