News71.com
 Bangladesh
 21 Oct 17, 11:05 AM
 1185           
 0
 21 Oct 17, 11:05 AM

কসবায় বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত, আহত ৪ পুলিশ।।

কসবায় বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত, আহত ৪ পুলিশ।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। মুখোস পরে গ্রামে ঢুকে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে গুলি বিনিময় হয়। এ সময় ডাকাতের ছোড়া পাল্টা চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিনগত রাত দুইটার দিকে উপজেলার বীনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়।

এ ব্যাপারে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান,তাদের কাছে খবর আসে বীনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামের একটি নির্জন রাস্তার মোড়ে মুখোশ পরা অবস্থায় একদল ডাকাত বাড়িঘরে ডাকাতির উদ্দেশে অবস্থান নিয়েছে। এমন খবর পাওয়ার পর পুলিশের দুটি টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে বীনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামে যায়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগান,দুই রাউন্ড কার্তুজ,দুটি রামদা, দুটি মুখোশ,একটি ছুরি এবং মুখোশ পরা অবস্থায় অজ্ঞাত পরিচয়ধারী এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন