News71.com
 Bangladesh
 26 Oct 17, 11:20 AM
 1135           
 0
 26 Oct 17, 11:20 AM

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক ও রোগী নিহত।।  

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক ও রোগী নিহত।।   

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও রোগী নিহত হয়েছে। এতে আর চার জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে উপজেলার কুমিরা ছোট দরগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন অ্যাম্বুলেন্সের রোগী আক্কাস মিয়া (৫০) ও চালক সানাউল হক। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অ্যাম্বুলেন্সটিকে উদ্ধার করেছে। জানা গেছে,আজ বৃহস্পতিবার ভোরে অ্যাম্বুলেন্সে করে ক্যানসারের রোগী আক্কাস মিয়া ঢাকা থেকে চট্টগ্রাম আসছিলেন। পথে অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রোগী ও চালক নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন