নিউজ ডেস্কঃ ৬শ’ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আগামী বুধবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে সাত দিন ব্যাপী আয়কর মেলা। গণসচেতনতা সৃষ্টি ও অভ্যন্তরীণ সম্পদ আহরণ কার্যক্রম বেগবান করতে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে এ মেলা শুরু হচ্ছে। আজ দুপুরে আগ্রাবাদের সরকারি কার্যভবনে আয়কর বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কর অঞ্চল-১ এর কমিশনার মাহবুব হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আগামী বুধবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ৪৩টি বুথ থাকবে মেলায়। ট্যাক্স কার্ড দেয়া হবে মেলায়। মেলায় ২০১৭-১৮ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। প্রতিবন্ধী,নারী ও প্রবীণ করদাতার জন্য পৃথক কাউন্টার থাকবে। আয়কর সংক্রান্ত সব ধরনের সেবা মেলায় মিলবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,কর কমিশনার প্রদ্যুৎ কুমার সরকার,মো. মোতাহের হোসেন,মো. নাজমুল করিম,আহমদ উল্যাহ,অতিরিক্ত কর কমিশনার ও মেলা কমিটির সদস্যসচিব মুহাম্মদ মফিজ উল্যা,অতিরিক্ত কর কমিশনার সফিনা জাহান প্রমুখ।