নিউজ ডেস্ক : কুমিল্লার কাঁচাবাজারে গত সপ্তাহের চেয়ে এখন সবজির দাম কমেছে। এতে জনসাধারন খুসি। এখন ক্রয় ক্ষমতার ভিতরে সবজি কিনতে পেরে ক্রেতাদের মুখে দেখা যাচ্ছে কিছুটা আনন্দ। কুমিল্লার চকবাজার ও রাজগঞ্জ বাজারে ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুমনায় সবজির দাম কমেছে। এতে করে বাজারে জমজমাট ক্রেতাদের উপস্থিতি। দোকানদারেরা জানান, প্রতি কেজি শশা ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি ৫০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, গাজর ৮০ টাকা, করলা ৫০ টাকা দামে বিক্রি করছি।
একজন সবজি ব্যবসায়ি বলেন, আগের তুলনায় এখন সবজির দাম কমাতে ক্রেতাদের চাহিদা মত কাঁচামাল কিনছেন। ক্রেতাদের কাছে তাদের চাহিদা মত সবজি বিক্রি করতে পেরে আমাদেরো ভাল লাগছে। আমরা পাইকেড়ি বাজার তুলনায় সিমিত লাভ রাখছি। আমরা পাইকেড়ি বাজার সামজশ্যো রেখে সবজি বিক্রি করে ক্রতাদের সন্তুষ্ট রাখতে চেষ্টা করি। আরো দাম কমতে পারে বলে সবজি ব্যবসায়ীরা জানান।
একজন ক্রেতা বলেন, গত সপ্তাহের তুমনায় এ সপ্তাহে সবজির দাম কিছুটা কমেছে। নিজের স্বামর্থের ভিতরে সবজি কিনতে পারছি। বাজারে এসে সবজির দাম কম দেখে বেশ কিছু সবজি বেশি কিনলাম। সবজির দোকান গুলো ঘুরে দেখে পরিবারের চাহিদা অনুযায়ী কিনতে পারছি। এই রকম সবজির দাম কমাতে কিছুটা স্বস্তি পাচ্ছি।