নিউজ ডেস্কঃ রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে অস্ত্রসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) (সন্তু) এক কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গতকাল শুক্রবার ভোরে দজর এলাকার দুর্গম লুমপাড়া থেকে তাঁকে আটক করা হয়। আটক অক্ষয় চাকমা (৪০) লুমপাড়ার নীল চন্দ্র চাকমার ছেলে। জেএসএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে অক্ষয়কে নিজেদের একজন ‘নিরীহ কর্মী’ বলে দাবি করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। একটি পরিত্যক্ত বাড়িতে সন্ত্রাসীদের অবস্থান ছিল। অক্ষয়কে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
জেএসএস (সন্তু) বাঘাইছড়ি উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক এক লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন,অক্ষয় জেএসএসের যুব সমিতির লুমপাড়ার সাবেক সভাপতি। তিনি নিরীহ এবং সশস্ত্র সন্ত্রাসী নন দাবি করে অক্ষয়ের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। গতকাল শুক্রবার রাত পৌনে ৮টায় বাঘাইছড়ি থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই মো. রুবেল মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অক্ষয় চাকমার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।