News71.com
 Bangladesh
 07 Nov 17, 05:50 AM
 1013           
 0
 07 Nov 17, 05:50 AM

শিক্ষক আন্দোলনের কারনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত।

শিক্ষক আন্দোলনের কারনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত।

নিউজ ডেস্কঃ ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির আন্দোলনের কারণে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের কার্যালয়ে ইউনিট-প্রধানদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।আগামী ১৭ নভেম্বর সকালে এ ইউনিট এবং বিকেলে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী ১৮ নভেম্বর সকালে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।এ ইউনিট-প্রধান এবং বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আবু তাহের জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের সভাপতিত্বে ইউনিট-প্রধানদের সভায় ১৭ ও ১৮ নভেম্বরের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়। তবে কবে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে তা ওই সভায় সিদ্ধান্ত হয়নি।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে নিয়োগে বাণিজ্য, আত্মীয়করণ, বিচারহীনতার সংস্কৃতি চালু, আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁর বিচার ও অপসারণের দাবিতে গত ১৬ অক্টোবর থেকে আন্দোলন করছে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ। তাঁর কার্যালয়েও তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।গত ৭ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে শুরু হয়। ৩০ সেপ্টেম্বর আবেদনের সময়সীমা শেষ হলেও তা বাড়িয়ে ১০ অক্টোবর পর্যন্ত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন