News71.com
 Bangladesh
 08 Nov 17, 11:21 AM
 1084           
 0
 08 Nov 17, 11:21 AM

চট্টগ্রাম বিএসবিএ কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগের, নির্বাচন স্থগিত  

চট্টগ্রাম বিএসবিএ কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগের, নির্বাচন স্থগিত   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর,অগ্নি সংযোগ ও কর্মচারীদের মারধর করার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বিএসবি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ পূর্বনির্ধারিত নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে সংগঠনটি বলছে,আদালতের নির্দেশনায় নির্বাচন স্থগিত করেছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম বলেন, আদালতের নির্দেশে নির্বাচন বন্ধ রয়েছে। তবে সব ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএসবিএ সভাপতি আবু তাহের অভিযোগ করে বলেন,আজ ভোরে কে বা কারা আমাদের কার্যলয়ের নির্বাচন অফিসে হামলা চালায়। আগুন দেয় আসবাবপত্রে,তালা মেরে বন্ধ করে দেওয়া হয় ভোট কেন্দ্র। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয় নিরাপত্তা কর্মী।

প্রসঙ্গত,গত ৩১ অক্টোবর ইয়ার্ড মালিক এস এম আল নোমানের রিট আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে গতকাল মঙ্গলবার চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেন উচ্চ আদালত। এবারের নির্বাচনে ১১টি পদে ১৪ জন প্রার্থী অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন