নিউজ ডেস্কঃ ফেনী-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ নেতা নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছেন রিট আবেদনকারী ফেনীর যুবলীগ নেতা মো. সাখাওয়াত হোসেন ভুঁইয়া। একই সঙ্গে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। সাখাওয়াত হোসেন ভুঁইয়া জানান, রিট আবেদন করার পর থেকে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হকের পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হচ্ছে তাঁকে।
তিনি বলেন,২০১৪ সালে রিট আবেদনে হাইকোর্ট দ্বিধাবিভক্ত রায় দেওয়ার পর তা নিষ্পত্তির জন্য অন্য বেঞ্চে পাঠানো হলেও মামলাটি শুনতে সাতজন বিচারপতি বিব্রতবোধ করেছেন। এ অবস্থায় মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি। রিট মামলাটি শুনানি গ্রহণে হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া রবিবার বিব্রতবোধ করার পর রিট আবেদনকারী এ সংবাদ সম্মেলন করলেন।
নিজাম হাজারীর কারাভোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে ২০১৪ সালে ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন দাখিল করা হয়। অস্ত্র মামলায় সাজা কম খাটার অভিযোগ এনে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন সাখাওয়াত হোসেন ভুঁইয়া। এ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট এক আদেশে ফেনী-২ আসন কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। এ রুলের ওপর শুনানি শেষে গত বছর ৬ ডিসেম্বর দ্বিধাবিভক্ত রায় দেন হাইকোর্ট। এরপর মামলাটি নিষ্পত্তির জন্য বেশ কয়েকবার একক বেঞ্চ গঠন করা হলেও চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে না।