নিউজ ডেস্কঃ কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও জামায়াত নেতা শহীদুল আলম বাহাদুরের মালিকানাধীন একটি ফ্ল্যাট থেকে ১৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ছয়জন শিশু, পাচঁজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।গতকাল মঙ্গলবার রাতে শহরের টেকপাড়াস্থ আজিজ সিটি কমপ্লেক্সের ৭ম তলার ১২১ নং কক্ষ থেকে তাদের আটক করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহছান মুরাদের নেতৃত্বাধীণ ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এহছান মুরাদ জানান, টেকপাড়ার ওই ফ্ল্যাটে বেশ কিছু রোহিঙ্গা অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে খবর নিয়ে জানা যায় ওই ফ্ল্যাটের মালিক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর প্রকাশ ভিপি বাহাদুর। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, আটক রোহিঙ্গা ও তাদেরকে ভাড়া দানকারী ফ্লাটের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।