নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দরে জালিয়াতির মাধ্যমে খালাসের চেষ্টাকালে চীন থেকে আমদানি করা দেড় কোটি টাকা মূল্যের একটি কাপড়ের চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুল্ক গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা যায়,চালানটি খালাস নিতে আমদানিকারকের পক্ষে গত ৮ নভেম্বর বিল অব এন্ট্রি (সি-১৩৯৭৪৫৬) দাখিল করে। ভুয়া কাগপপত্রে শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করে চালানটি খালাস নেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চালানটির খালাস প্রক্রিয়া স্থগিত করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক তারেক মাহমুদ বলেন,জালিয়াতির মাধ্যমে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর নকল করে ও ভুয়া দলিলাদি তৈরির মাধ্যমে চালানটি আমদানি করা হয়েছে। যা কাস্টমস আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। সেলস কন্ট্রাক্ট ভুয়া হওয়ায় চালানটিতে শুল্ক ফাঁকির ঝুঁকি ছিল। পণ্য চালানটি খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। জালিয়াতির মাধ্যমে পণ্য আমদানি করায় আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।