নিউজ ডেস্কঃ কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকায় র্যাহবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত জলদস্যু জাম্বু বাহিনীর সর্দার মোকারম হোসেন জাম্বু (৩৮) নিহত হয়েছে। আজ রবিবার দুপুর বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় র্যামবের তিন সদস্য আহত হন। জাম্বুর আস্তানা থেকে ২৮৫টি বিভিন্ন ধরনের অস্ত্র,৪১টি ম্যাগাজিন, ২১৭৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ৬৬ লাখ ৫৬ হাজার ইয়াবা, ২৩ হাজার ৬২৮ বোতল ফেন্সিডিল, ১৪৩৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার র্যাাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমীন জানান,মহেশখালীর কুতুবজোম এলাকায় জলদস্যু জাম্বু বাহিনী সদস্যরা অবস্থান করছিল। খবর পেয়ে র্যাীব সদস্যরা সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে জাম্বু বাহিনীর সদস্যরা র্যা বকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাীবও পাল্টা গুলি ছোড়ে।পরে জাম্বু বাহিনীর লোকজন পালিয়ে গেলে ঘটনাস্থলে জাম্বু বাহিনীর সর্দার মোকারম হোসেন জাম্বুর (৩৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ১২টি মামলা রয়েছে।