নিউজ ডেস্কঃ এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ না পেয়ে দা-কুড়াল নিয়ে বিদ্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত উল্যাহ নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ ৪৪ জন শিক্ষার্থীর নামে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ জমা দিয়েছেন।
স্কুল ও স্থানীয় সূত্র জানা যায়, এ বছর বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করা ১৫১জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১০৭ জন। ৪৪ জন অনুত্তীর্ণ হন, তারা ফরম পূরণের সুযোগ পাননি। সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা গতকাল রবিবার রাতে দা-কুড়াল নিয়ে এসে স্কুলে হামলা চালায়। এসময় দরজা-জানালা ও লাইট ভাঙচুর করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ না পেয়ে বিদ্যালয়ে ভাঙচুর করেছে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা। স্কুল থেকে ৩০-৩২ জনের নামে অভিযোগ দেয়া হয়েছে। এখনও মামলা হয়নি।