নিউজ ডেস্কঃ চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ চার যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। নগরীর কোতোয়ালি থানার কাটা পাহাড় এলাকা থেকে গত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মোর্শেদ ওরফে রাশেদ (২৮),শহীদুল ইসলাম সৌরভ (২১), জাহিদুল ইসলাম ওরফে রাজু (২৪), ফয়জুল কবির ওরফে সুজন (৩৫)।
গোয়েন্দা পুলিশ বলছে,এরা সবাই পেশাদার ডাকাতদলের সদস্য। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর থেকে ডাকাতির উদ্দেশ্যে বন্দরনগরীতে এসেছিল। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন বলেন,গ্রেপ্তারকৃতরা গত রাতে কোনো স্থানে ডাকাতি করার উদ্দেশ্যে কাটা পাহাড় এলাকার কুমিল্লা হোটেলে জড়ো হয়েছিল। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি টিম হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল,ছয় রাউন্ড গুলি,একটি শাটার গান ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রাশেদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায় খুন করে ডাকাতি ও ভুজপুর থানায় ডাকাতির একটি করে মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।