নিউজ ডেস্কঃ সীতাকুণ্ডে ৪১ কোটি টাকা ব্যয়ে ভাঙ্গা বেঁড়িবাধ নির্মাণের কাজ উদ্বোধন করলেন পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জানা গেছে,আজ শনিবার দুপুর ১২টার সময় বাঁশবাড়ীয়া সমুদ্র উপকূলের প্রায় ২ কি.মি. ভাঙ্গা বেঁড়িবাধ নির্মাণ কাজ উদ্বোধন শেষে বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ,বিশেষ অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
এতে আরও বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান,চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জুলফিকার তারেক,উপজেলা আ.লীগের সভাপতি মো. ইসহাক,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভূইয়া,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল আলম ও আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক সওদাগর,মো. শাহজাহান সহ আওয়ামী লীগ,ছাত্র ও যুবলীগের নেতৃবৃন্দ প্রমুখ। প্রধান অতিথি বলেন,দীর্ঘদিন পর উপজেলার বাঁশবাড়িয়ার বেড়িবাঁধটি নির্মাণের ফলে হাজার হাজার এলাকাবাসী সাগরের লবণাক্ত পানির গ্রাস থেকে মুক্তি পাবে। তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষতা দিয়ে দেশ পরিচালনার মধ্য দিয়ে খুব শিগগিরই বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবে।