নিউজ ডেস্কঃ সাগরে গভীর নিম্নচাপের ফলে ৩ নং সতর্ক সংকেত বলবৎ থাকায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যাওয়া সাড়ে চার শতাধিক আটকা পড়া পর্যটক দুই দিন পর ফিরে এসেছেন। আজ বিকেল সাড়ে ৪ টার দিকে পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ এবং কেয়ারি ক্রুজ এন্ড ডাইয়িং আটকা পড়া সাড়ে ৪ শতাধিক পর্যটককে নিয়ে সেন্টমার্টিন জেটিঘাট থেকে টেকনাফের উদ্দ্যেশে রওনা দেয়।
দূর্যোগপূর্ণ আবহাওয়া ও ৩ নং সতর্ক সংকেত প্রত্যাহার হওয়ায় আজ দুপুর থেকে টেকনাফ- সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচলা ফের চালু হয়। আজ বিকালে দ্বীপ থেকে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হয়। গত শুক্রবার সন্ধ্যা থেকে দূর্যোগপূর্ণ আবহাওয়া ও ৩ নং সতর্ক সংকেত থাকায় গত শনিবার টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে কোনো জাহাজ না ছাড়ায় দ্বীপে আটকা পড়েন এসব পর্যটক।